প্রধান শিক্ষকের বাণী

গুণগত শিক্ষা ও শিক্ষার অনুকুল পরিবেশ শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে বাংলাদেশ।স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই ইংরেজী নববর্ষ ২০২৫ এর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। নারান্দী উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া উপজেলা এক এ্ঁতিহ্যবাহী বিদ্যাপীঠ। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ১৯৪০ সাল থেকে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে । প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা ও সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস ও নতুন কারিকুলাম এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মুল্যবোধের জাগরণ ঘটানোর জন্য কাজ করে চলেছে। যার ফলম্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ পরিচালনার রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, এ্যাডভোকেট, লেখক, দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অন্যতম ব্যক্তি হিসেবে তাদের দ্বায়িত্ব পালন করে চলেছেন। বিদ্যালয়ের প্রতি প্রাক্তন ছাত্রদের রয়েছে অদম্য ভালোবাসা। বিদ্যালয়ের বিভিন্ন দিবস উদযাপনে শিক্ষকদের পাশাপাশি থেকে কাজ করে চলেছে।

স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
আন্তরিক প্রচেন্তা এবং নিয়মিত অধ্যাবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার কোনো সুযোগ নেই। পরিবর্তিত নতুন কারিকুলাম ও সিলেবাসের ভিত্তিতে সঠিক পদ্ধতিতে পাঠ গ্রহণের ও অনুশীলনের জন্য বিদ্যালয়ের কোন বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষকগণ একদিকে যেমন সুশিক্ষিত অপরুদিকেপরিবর্তিত নতুন কারিকুলাম TG শিখন এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত। কাজেই কোনো বিকল্প না ভেবে নিয়মিত বিদ্যালয়ে এসে প্রশিক্ষিত শিক্ষকদের সানিধ্যে পাঠ গ্রহণ করে ভবিষ্যতের জন্য যথার্থরূপে তৈরি করা সম্ভব। এ পর্যন্ত বিদ্যালয়ের ঘত শিক্ষার্থী উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে তারা প্রত্যেকেই নিয়মিত ছাত্র ছিল। মনে রাখবে শিক্ষা কোন করুণা নয়, শিক্ষা তোমাদের অধিকার। কাজেই পাঠের কোন বিষয়ে দুর্বোধ্য মনে হলে শিক্ষকগণকে প্রশ্ন করে জেনে নেবে। এ ব্যাপারে আমার শিক্ষকগণ খুবই আন্তরিক।

সম্মানিত অভিভাবকগণ,
একজন শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে  ৬ ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে এবং বাকি সময় আপনাদের সাহচর্ষে থাকে। কাজেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের নিয়ম-কানুন এর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা সম্পন্ন করে নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের সহযোগিতা’করবেন। এছাড়া আপনার সন্তান নিয়মিত স্কুল প্রদত্ত বাড়ির কাজ করে কি-না, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করে কি-না খেয়াল রাখবেন। বিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন।

প্রিয় সহকর্মী

সর্বপ্রথম বিগত বছরের বিদ্যালয়ের সকল সফলতার জন্য আপনাদের অবদান কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আপনারা প্রতিবছর আপনাদের মেধা,মনন,দক্ষতা,অভিজ্ঞতা ও আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের গঠন করে থাকেন। ২০২৫শিক্ষাবর্ষে শিক্ষাক্ষেত্রে পূনরায় নতুন কারিকুলাম এসেছে। এই পরিবর্তন পরিবর্ধন আপনারা সাদরে গ্রহণ করে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানে নিবেদিত থাকেন। এবারও সরকার প্রদত্ত নতুন শিক্ষা নীতি ও কারিকুলাম এর উপর আপনারা  প্রশিক্ষণ পেয়েছেন আরও প্রশিক্ষন পাবেন। আশা করি আগামী দিনগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবেন।

 

শুভেচ্ছান্তে
মুহাম্মদ নাজমুল হক

প্রধান শিক্ষক,
নারান্দী উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
মোবাইলঃ০১৭১২৫৫৬৫২১